গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ৪২জন তৃতীয় লিঙ্গের মানুষ পেল প্রধানমন্ত্রীর খাদ্য উপহার। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন উদ্যোগে ওই খাদ্য উপহার বিতরণ করা হয়। বিতরণ কার্যে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে তৃতীয় লিঙ্গের মানুষের হাতে উপহারের ওই খাদ্য ব্যাগ তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ। উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রত্যেককে জনপ্রতি ১০কেজি চাউল ব্যাগ বিতরণ করা হয়।
Leave a Reply