গুরুদাসপুর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে পুর্বশত্রুতার জেরে বারশেদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত তিন দিন ধরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বারসেদ আলী। উপজেলার খুবজীপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এঘটনায় আহত বারশেদের স্ত্রী শাহেরা বেগম বাদী হয়ে থানায় প্রতিপক্ষ স্বপন প্রামানিক (৩২) রিপন প্রমানিক (৪০) মোঃ শাহজাহান প্রামানিক (৫০) মো. শাহ জামাল (সুহিন) (১৮) ও মোঃ রাজিব প্রামানিক (১৯)কে অভিযুক্ত করা হয়েছে।
থানাপুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রামের বাজারের একটি মুদীদোকানের সামনে উঠতি বয়সের তরুনদের মধ্যে বিবাদ শুরু হয়। আহত বারশেদ আলী তাদের শান্ত করতে এগিয়ে আসেন। কোন কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা পুর্বপরিকল্পিতভাবে বারশদে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বারশেদকে।
অভিযুক্তদের পক্ষে রিপন আলী ও শাহ জামাল দাবি করেন পরিস্থিতির কারনে আহতের শিকার হয়েছেন বারশেদ আলী। বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চলছে। ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply