গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে গুরুদাসপুর পৌরসদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে ওই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.শওকত রানা লাবু ও বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক। উদ্বোধনী খেলায় নাজিরপুর ইউনিয়ন ফুটবল দল ২-০গোলে বিয়াঘাট ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে। উপজেলার ছয় ইউনিয়নের ছয় ফুটবল দল ও পৌরসভার ফুটবল দল নিয়ে মোট সাত দলের অংশগ্রহণে উক্ত টুর্ণামেন্টটি শুরু হয়েছে।
Leave a Reply