নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় ব্যবসায়ীসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার গুড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল সোনার (৪৪) ও চরকাদহ এলাকা থেকে ৪৯০ গ্রাম গাঁজাসহ মিজান (২০), আলামিন (৩৫) ও আব্দুল হান্নানকে (৩৫) গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
জানা যায়, দীর্ঘদিন ধরে গুড়ের ওজনে কারচুপি করে আসছিল দুলাল। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেলের ভ্রাম্যমান আদালতে দুলালকে প্রথমে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সেই সাথে এসিআই সহ বিভিন্ন কোম্পানীর লেভেল জালিয়াতি করে বিদেশে গুড় রপ্তানী করার অপরাধে তার বিরুদ্ধে ৫২০ ও ৪৬৮ ধারায় গুরুদাসপুর থানায় মামলা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ নাটোর সিপিসি ২ ক্যাম্পের এডিশনাল এসপি মির্জা সালাউদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযানে গ্রেপ্তার হওয়া ৩ গাঁজা বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত গুড় ব্যবসায়ীসহ ৪ আসামীকে নাটোর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply