নতুন রূপে ‘গেন্দা ফুল’। এক ফ্রেমে এবার জ্যাকলিন, দেবলীনা এবং রতন কাহার। চমকের এখানেই শেষ নয়, গেন্দা ফুলের স্রষ্টা রতন কাহার এই নতুন রূপে শুধু গানই গাননি, ৮৫ বছরেও পাল্লা দিয়ে নেচেছেন দেবলীনা-জ্যাকলিনের সঙ্গে। বাদশার র্যাপের সঙ্গেই মিশে গিয়েছে বাংলার লোকগান, ছৌ নাচ। আর এই গোটা ব্যাপারটিকেই সত্যি করেছেন বিক্রম ঘোষ এবং পরিচালক অরিন্দম শীল।
ভিডিওর শুটিংয়ে অংশগ্রহণ করেছেন রতন কাহার। নিজের তবলার ছন্দে গানকে নতুন করে সাজিয়েছেন বিক্রম। কি-বোর্ডের অ্যারেঞ্জমেন্ট করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। ভিডিওয় গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন ইমন চক্রবর্তী। নাচে তাল মিলিয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমার।
বাদশা এবং জ্যাকলিন ফার্নান্দাজের কিছু দৃশ্যও গানে রাখা হয়েছে। পুরো বিষয়টি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন পরিচালক অরিন্দম শীল। এভাবেই পূজার আগেই নতুনভাবে দর্শকের দরবারে হাজির হয়েছে সপ্তাহান্তে।https://youtu.be/4GfR9OoRKI4
Leave a Reply