গোলাপি অন্তর্বাসে নেটপাড়ায় ঝড় তুললেন ওপার বাংলার টিভি অভিনেত্রী রূপালি সুরি। সাদা কালো শার্টের ভিতর থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস। হাতের আঙুল কামড়ে আছেন দাঁতে। অভিনেত্রীর এমন ছবিই ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজিনদের মন্তব্য সেক্স অ্যাপিলের দিক থেকে দশ গোল দিলেন প্রতিদ্বন্দ্বীদের। সূত্রের খবর, বলিউডের প্রথম সারির এক ফটোগ্রাফারের নয়া প্রজেক্টের জন্যই ওই ছবিগুলি তুলেছেন রূপালী। তবে তিনি ঠিক কোন প্রজেক্টে স্বাক্ষর করেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। যাই হোক না কেন, এই কাজ যে মডেলের অতীতের সমস্ত কাজের চেয়ে বহুগুণ ইন্টারেস্টিং সে নিয়ে দ্বিধা নেই কারও।‘ড্যাড হোল্ড মাই হ্যান্ড’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রূপালী। আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে টেলি দুনিয়ার অন্যতম নাম তিনি। একাধিক বিজ্ঞাপনের মুখ তো বটেই। পাশাপাশি নিয়মিত লাইভ শো করেছেন।
Leave a Reply