ময়মনসিংহের গৌরীপুরে ইউনিয়ন আওয়ামীলীগ ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহনে বর্তমান আওয়ামী রাজনীতির প্রেক্ষাপট নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে গৌরীপুর পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ফোরামের আহবায়ক ও সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহী দাস আচার্য্যের সভাপতিত্বে ও সদস্য সচিব রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়ার সঞ্চালনায় এ মতবিনিময় সভা হয়েছে।
মতবিনিময় সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মরহুম নজরুল ইসলাম সরকার ও অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শহিদুল ইসলাম অন্তরের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় আওয়ামীলীগের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সভায়।
এতে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহবায়ক বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ও সদস্য বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সদস্য রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সদস্য ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, সদস্য মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ কালন ও সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সদস্য অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মাস্টার, সদস্য ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, সদস্য ভাংনামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলন প্রমুখ ।
Leave a Reply