ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদুর রহমান খান সুজনের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মোস্তাকিম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। বিগত নির্বাচনেও এমন অভিযোগ করেছিল। তিনি হামলার নাটক তৈরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দেওয়ান মাসুদুর রহমান সুজন পৌরসভার ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে পানির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু উটপাখি প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মোস্তাকিম তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে সুজন নির্বাচনী এলাকার চকপাড়া মহল্লায় গেলে দুবৃর্ত্তরা তার ওপর হামলা চালায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ১নং ওয়ার্ডের চকপাড়ার মো. কালু মিয়া, জামাল মিয়া, কামাল মিয়া, নজরুল ইসলাম, হাবিবুল ইসলামসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেওয়ান মাসুদুর রহমান খান সুজন। দেওয়ান মাসুদুর রহমান খান সুজন বলেন, সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। আমি এর বিচার চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা শাহ সুলতানা যুগান্তরকে জানান, বুকে ব্যথা আছে। শরীরে কাটা, ছেঁড়া বা জখমি কোনো চিহ্ন নেই।
উপজেলা নির্বাচনী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার বলেন, কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply