মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১ মার্চ) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বেলা ১১ টায় পাবলিক হলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বীমা কর্মকর্তা উজ্জল কুমার মোদক, আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, তোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মী, বীমা গ্রহিতাগণ এতে অংশগ্রহন করেন।
Leave a Reply