ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঝিনাইকান্দি এলাকায় ময়মনসিংহ-জারিয়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে গৌরীপুরের উদ্দেশে আসছিল।
পথিমধ্যে ট্রেনটি রেলপথের ঝিনাইকান্দি এলাকায় আসতেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বৃদ্ধার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
Leave a Reply