ময়মনসিংহের গৌরীপুরে দু’শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা দিলেন
প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী ও স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী নিলুফার আনজুম পপি।
রবিবার (৯ মে) বিকেলে উপজেলার শালিহর গ্রামে নিলুফার আনজুম পপির পক্ষে তার গ্রামের বাড়িতে এ নগদ অর্থ বিতরন করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় পপির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিলুফার আনজুম পপির নিজ গ্রাম শালীহরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বিভিন্ন সংকটকালীন সময়ে পপি গ্রামের অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন বলে জানান তিনি।
Leave a Reply