হযরত খাজা মইনূল হক মুঈন উদ্দিন চিশতী আজমেরী আল হাছানী (রহঃ) এর তাওয়াল্লাদ শরীফ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা খানকা শরীফে রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তিলাওয়াতে কোরআন, মিলাদ, জিকির, দোয়া ও শান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাদিমু ত্বরিকতে চিশতীয়া শামছুল হক চিশতী, রহুল আমিন চিশতী ও ভক্তবৃন্দ।
এতে ছানা পরিবেশন করেন বাউল বাবুল সরকার, সোহেল দেওয়ান, রব্বানী প্রমুখ। মাহফিলে সকল তরিকতে ভক্ত, মুরিদান ও আশেকানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply