মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) স্থানীয় তিন শতাধিক বীর মুক্তিযাদ্ধা ও তাঁদের পরিবাবের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বেলা ১১ টায় পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বীর মুক্তিেেযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান জেলা আওয়ামীলীগের সদস্য নিলুফার আনজুম পপি প্রমুখ।
Leave a Reply