ময়মনসিংহের গৌরীপুরে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে।রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার সুমন রাজভর বাদী হয়ে গৌরীপুর থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানা ওসি বোরহান উদ্দিন বলেন, এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। লাগেজটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাগেজটি উদ্ধার করে ভেতরে হাড্ডিসার এক নারীর মরদেহ পায়। মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেন মরদেহটি ডুবে থাকে সেজন্য ভেতরে পাঁচটি ইট ভরে দেয়া হয়েছিল।
ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম (প্রতিবন্ধী) ওই নারীকে পরিবারের বোঝা মনে করে হত্যার পর মরদেহ লাগেজে ভরে ফেলে গেছেন স্বজনরা।
Leave a Reply