ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামের মিয়া হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ শহরে দেশবন্ধু এনজিও’র মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আবুল কাসেম ও আজিজুল হক জানান, রুবেল মিয়া মটর সাইকেলযোগে ময়মনসিংহ নওমহল এলাকায় অবস্থিত দেশবন্ধু এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ঘন কুয়াসার মাঝে কলতাপাড়া বাজার এলাকায় বিপরীতি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে রুবেল মিয়া ঘটনাস্থলে মারা যান।
গৌরীপুর থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।
Leave a Reply