ময়মনসিংহ গৌরীপুর পৌরসভা নির্বাচনে ঋণ খেলাপির জন্য যাচাই-বাছাইয়ে মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম ও অসম্পূর্ণ তথ্যের জন্য ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিপন মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) মনোনয়ন বাছাইয়ের দিন যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গৌরীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো: আবদুর রহিম উল্লেখিত দু’জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান তাঁরা এর বিপরীতে আপিল করতে পারবেন।
উল্লেখ্য ৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১ ডিসেম্বর ছিল এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে মেয়র পদে ৭ জন, ৯টি আসনে কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত ৩টি মহিলা কাউন্সিলর আসনে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ন্যাপ (মোজাফর) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহমিনা আক্তার চুমকী।
Leave a Reply