মানুষের ভাগ্য গণনার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা স্বীকৃতি কোনো উপায় নেই। কিন্তু বহু মানুষ জ্যোতিষশাস্ত্র অনুস্মরণ করেন। জ্যোতিষশাস্ত্র মেনে দিনের কাজকর্ম শুরু করতেও দেখা যায় অনেককে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চলতি বছর ৮ রাশির মানুষের আর্থিক অবস্থা ভালো যেতে পারে। এই আট রাশির মানুষের ভালো আয় হতে পারে বলে সংবাদমাধ্যমে লেখা এক নিবন্ধে জানিয়েছেন দেশের বিশিষ্ট জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
আরও পড়ুন: অল্প বয়সে ধনী হওয়ার চার রাশি
১. বৃষ রাশি:
বৃষ রাশির মানুষের ২০২১ সালে আর্থিক উপার্জন ভালো যাবে বলে আশা প্রকাশ করেন গোলাম মাওলা। তার মতে, বৃষ রাশির মানুষকে নানান বাধা বিঘ্নের মুখোমুখি হতে হবে। তবে দিন শেষ সম্পদ আহরণের প্রচেষ্টাকে তা বাধাগ্রস্ত করবে না। সম্পদ-বিষয়ক কৌশলী বুদ্ধিকে কাজে লাগানোর মাধ্যমে অর্থভাগ্য সুপ্রসন্ন হতে পারে।
২. মিথুন রাশি:
যেসব রাশির মানুষের চলতি বছর আর্থিক উন্নতি ভালো হতে পারে তার মধ্যে রয়েছে মিথুন রাশি। তার মতে, স্রোতে গা ভাসিয়ে না দিয়ে চমকপ্রদ পরিকল্পনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারেন। কোনো নারীর সহযোগিতা আর্থিক সৌভাগ্য বয়ে আনতে পারে।
৩. কর্কট রাশি:
এ রাশির মানুষকেও বৃষ রাশির মানুষের মত নানান বাধা-বিপত্তি মোকাবেলা করতে হবে। তবে আয়ের অঙ্কটা বেশ ওঠানামা করতে পারে। অর্থ, বিত্তের পাশাপাশি খ্যাতিও আসবে পর্যাপ্ত। তবে বছর শেষে আপনার আর্থিক সাফল্য আসার প্রবল সম্ভাবনা আছে।
৪. বৃশ্চিক রাশি:
২০২১ সালে অর্থভাগ্য ভালো এমন রাশির তালিকায় দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। যাদের এই রাশি রয়েছে তাদের এ বছর আয় ভালো হতে পারে। উপার্জনের সুযোগ আপনার সামনে আসবে, তবে ইচ্ছাশক্তির ওপরেই নির্ভর করবে সাফল্য।
৫. ধনু রাশি:
আপনি যদি ধনু রাশির হন তাহলে আর্থিক দিক থেকে নানান সৌভাগ্য আপনার জীবনে উঁকি দিয়ে যাবে। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। এবছর যে সম্পদ আহরণ করবেন তা ভবিষ্যতে বিভিন্ন সুফল বয়ে আনতে পারে। বিশেষত, উত্তরাধিকার সূত্রে অর্থ, বিত্ত ও সম্পদ লাভ করতে পারেন।
৬. মকর রাশি:
এ বছর মকর রাশির মানুষরা অর্থ উপার্জনে যথেষ্ট পরিশ্রম করবেন। বাধা-বিপত্তি আসলেও অর্থপ্রাপ্তি আপনার হাতে মুঠোয় থাকবে। কোনো ভালো কাজে আপনার অর্থ কাজে আসতে পারে।
৭. কুম্ভ রাশি:
পর্যাপ্ত অর্থ আয় হবে এবছর। আপনার অর্থ উপার্জনের পেছনে কোনো নারীর সহযোগিতার হাত থাকতে পারে। পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটাতে সফল হবেন।
৮. মীন রাশি:
মীন রাশির মানুষের আর্থিক অবস্থা খুব ভাল না হলেও মোটামুটি উন্নতি ঘটতে পারে। পরিশ্রমই হবে আপনার উন্নতির চাবিকাঠি। শুধু আর্থিক অবস্থা নয়, মানসিক অবস্থারও উন্নতি হবে।
Leave a Reply