বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকেও চিঠিও দেয়া হয়। তবে সেই চিঠি নিয়েও ‘লুকোচুরি’ করছিলেন আব্বাস।
অবশেষে দলের পক্ষে দেয়া চিঠির জবাব দিয়েছেন তিনি। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত তিনি চিঠির জবাব পৌঁছে দেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, চিঠিতে মির্জা আব্বাস বলেছেন, ‘গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আমি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি। তবুও দল আমার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। আমার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।’
চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি কখনও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দুঃসময়ে দলের জন্য কাজ করছি নিরসলভাবে। সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।’
গত ১৭ এপ্রিল দলের ভার্চুয়াল এক আলোচনা সভায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই।’
ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কার্যালয়ে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বিএনপির মহাসচিবের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের ভেতরে লুকিয়ে থাকা ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নেন।
এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে মির্জা আব্বাস নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এর ব্যাখ্যা দেন। তাতেও বিএনপির হাইকমান্ড সন্তুষ্ট না হলে গত বৃহস্পতিবার আব্বাসকে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে লিখিত চিঠি দেয়া হয়। তবে দলীয় হাইকমান্ডের দেয়া চিঠির ব্যাপারে বরাবরই অস্বীকার করে আসছিলেন মির্জা আব্বাস।
Leave a Reply