কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো.আজিজুর রহমান মুকুল নামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বত্তরা। সে শুক্রবার রাত ১০ টার দিকে চরচাপলী বাজারের দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ী যাচ্ছিল। ওৎ পেতে ৩/৪ জনের একদল দূর্বৃত্তরা তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এসময় তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে ওই ব্যবসায়ি সাংবাদিকদের জানিয়েছেন ।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply