চৌগাছায় নিজ ঘর থেকে আহাদ আলী (৪৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আহাদ আলী ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
চাচা মন্টু বলেন, ‘আাহাদ আলীর এক ছেলে এক মেয়ে। সে রাতে ছেলে-মেয়েরা যে ঘরে থাকে তার পাশের ঘরে একা ঘুমিয়ে ছিল। ঘরের ভেতর থেকে দরজা লক করা ছিল। ভোরে ঘুম থেকে উঠতে দেরি হলে ছেলে-মেয়েরা ডাক দিতে থাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আহাদ আলীর বুকে ছুরি মারা এবং সারা শরীর রক্তাক্ত। বাবার মরদহে দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এসে পুলিকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’
যশোরের এএসপি বেলাল হুসাইন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই কমকর্তা এবং চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চৌগাছা থানার এসআই আতিক হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।প্রেরক,আঃজলিল
Leave a Reply