যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
তিনি এর আগে তৃতীয় ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন। পঞ্চম বার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন।
এই ভোটে এস এম হাবিবুর রহমান (আনারস) প্রতিকে ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব্ন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান লাড্ডু (মোটরসাইকেল) প্রতিকে ২৮ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।
এদিকে প্রথম বারের মতো উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানম (হাঁস) প্রতিকে ২৬ হাজার ৬০ ভোটপেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা খাতুন লাকি (কলস) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইসচেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।
২১ মে দ্বিতীয় ধাাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।এদিকে চৌগাছা উজেলায় পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৪৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬ জন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটর্নিং কর্মকর্তা সুস্মিতা সাহা নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
Leave a Reply