জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ২০২০ উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করা হয়।
সকাল ৬.৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালি পায়ে পদযাত্রা শুরু হয়। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”, “সালাম সালাম হাজার সালাম”গান গেয়ে শিক্ষার্থীরা সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পদযাত্রা শেষে শিক্ষক- শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা) সহ বিভিন্ন শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় ভাষা শহীদদের ইতিহাস, অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয়সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
বক্তাদের অধিকাংশই প্রভাতফেরিকে থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করেন, আগামী বছর থেকে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাতফেরির আয়োজন করেন।
অত্র আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কালোমেঘ,ক্যারিয়ার ক্লাব,স্কিল ডেভেলপমেন্ট ক্লাব,মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব,নির্ভয়,অরণ্য,রংধনু,ডিবেটিং সোসাইটিসহ অত্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply