জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বছর পূর্তি উপলক্ষ্যে ভার্চ্যুয়াল সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জুম এ্যাপস এর মাধ্যমে বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান, জাককানইবি উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুদ ও প্রভাষক সোনিয়া ফারহানা ছনি ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগের ১ম ও ২য় ব্যাচের শিক্ষার্থীরা।
মোঃ ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।তিনি অগাস্ট কোৎ এর উক্তি দিয়ে শুরু করেন “live for others” এবং বিভাগের দীর্ঘজীবী কামনা করেন। বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন “আমার বিভাগে কোন সেশন জট থাকবে না। আমাদের স্যার ম্যামদের নিয়ে আমরা সমাজবিজ্ঞান বিভাগকে রোল মডেল হিসেবে গড়ে তুলব। তিনি আরও আশ্বস্ত করেন আগামী মার্চ মাসের মধ্যে শিক্ষার্থীদের স্থায়ী ক্লাস রুমের ব্যবস্থা করবেন”। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান, প্রভাষক সোনিয়া ফারহানা ছনি এবং ১ম ও ২য় ব্যাচের শিক্ষার্থীরা।এর মধ্যে থেকে ১ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম কিছু দাবি পয়েন্ট আকারে তুলে ধরেন সেগুলো হলঃ ১.বিভাগে সেমিনারের ব্যবস্থা ২.নির্দিষ্ট ক্লাস রুম ৩.লাইব্রেরীতে পর্যাপ্ত পরিমাণ বই
৪.গবেষণায় উৎসাহ প্রদান
৫.মহামারীতে পিছিয়ে পড়া সময়গুলোর দিকে সুদৃষ্টি প্রদান।সব শেষে বিভাগের কিছু সৃতিময় সময়গুলো নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য ২০১৯ সালে ২৩ জানুয়ারি ১ম ব্যাচের ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।
Leave a Reply