জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে “জাতীয় পতাকা দিবস” পালিত হয়।কারোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।
২রা মার্চ,২০২১ মঙ্গলবার রাত ৮ টায় গুগল মিটের মাধ্যমে এই আয়োজন করা হয়।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আতিয়া শারমিলা আঁখি ও তানভীর আহমেদের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাককানইবি বন্ধুসভার সহ-সভাপতি মাহমুদুল রাফিক।
এরপর উপদেষ্টামণ্ডলী জাতীয় পতাকা দিবস সম্পর্কে বিশদ ও তথ্যবহুল আলোচনা করেন।
আলোচনায় বক্তব্য প্রদান করেন জাককানইবি প্রথমআলো বন্ধুসভার উপদেষ্টা সহকারী অধ্যাপক আল জাবির বিভাগীয় প্রধান,থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্ট্যাডিস বিভাগ,জাককানইবি),সহকারী অধ্যাপক মোঃ বাকীবিল্লাহ (বিভাগীয় প্রধান,ফোকলোর বিভাগ,জাককানইবি),প্রভাষক তারিফুল ইসলাম (দর্শন বিভাগ,জাককানইবি),মোঃ ইউসুফ (সাবেক সভাপতি,প্রথমআলো বন্ধুসভা,জাককানইবি)।
আলোচনার শুরুতে মোঃ ইউসুফ জাতীয় পতাকা দিবস নিয়ে অনেক তথ্য উপস্থাপন করেন।মোঃ তারিফুল ইসলাম পতাকা উত্তোলন নিয়ে বিশদ আলোচনা করেন।বাকীবিল্লাহ বলেন,”ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে”। আল জাবির বলেন,”বাংলাদেশ সংবিধানে জাতীয় পতাকা,জাতীয় সংগীত,জাতীয় প্রতীক-এই তিনটি বিষয়ের ইতিহাসকে সকল পাঠ্যপুস্তকে তুলে ধরার জন্য আহ্বান জানান”।
আলোচনার শেষে জাককানইবি প্রথমআলো বন্ধুসভার সভাপতি মানছূরা বিনতে আমিন আয়োজনের সামগ্রিকতা তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন।সেই সাথে আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাপ্পী,পাঠচক্র সম্পাদক অনামিক সিংহ ঊর্মি,পাঠাগার সম্পাদক রুকসানা অর্পা,যোগাযোগ সম্পাদক তানভীর আহামেদ,প্রচার সম্পাদক মাযহার সাদি,সাহিত্য সম্পাদক তাহমিদা তানজিম তালুকদার,অনুষ্ঠান সম্পাদক আতিয়া শারমিলা আঁখি,অর্থ সম্পাদক জামাল আহমেদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার হোসাইন সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply