জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুল্লাহ বেলালি মারুফ ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিন এর বায়েজিদ হাসান নির্বাচিত হয়েছেন।
সোমবার(১মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে তিতলি দাস (বাংলাদেশপোস্ট, খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আরেফীন (একুশে টিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান (ডিবিএন নিউজ), অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান (ফটোগ্রাফার), দপ্তর , প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুজ্জামান জিসান (দ্যা ডেইলি ক্যাম্পাস)। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, সরকার আব্দুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), নিহার সরকার অংকুর (দেশ রূপান্তর), ফজলুল হক পাভেল (আমাদের নতুন সময়), ওয়াহিদুল ইসলাম (জনকণ্ঠ), মোঃ আশিকুর রহমান (সময়ের আলো), আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), আজিজুল ইসলাম (ফাস্টবিডিনিউজ), সাদিয়া আফরোজ ত্বন্নি, (বাংলার রূপ), নবাব মোঃ শওকত জাহান (এ এন বি নিউজ)। ১৭ সদস্যের কমিটির একটি পদ শূন্য রাখা হয়েছে যা পরবর্তীতে যুক্ত করা হবে।সভাপতি হাবিবুল্লাহ বেলালি মারুফ বলেন,”জাককানইবি প্রেসক্লাব বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতসহ সুন্দর মানবিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে। সেই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য”।সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান বলেন,”
সবার কাছে আমাদের নতুন কমিটির পক্ষ থেকে আহবান থাকবে পূর্বের ন্যায় আমরা সবাই যেন এক সাথে এক হয়ে কাজ করি।সবার বিপদে আপদে পাশে থাকি।নিউজ করার বিষয়ে আমরা যেন আরো সক্রিয় ভূমিকা পালন করি”
এছাড়া সংগঠনের সহযোগী সদস্য হিসেবে রয়েছেন, তানভীর আহমেদ, শাকিল বাবু, রোকন বাপ্পী, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য এবং মোঃ ইমরান হোসেন।
নব নির্বাচিত কমিটিকে সংগঠনের বিগত কমিটির সভাপতি সরকার আবদুল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর অভিনন্দন জানান।
এছাড়া কমিটির অনুমোদন করেছে সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান,ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. শেখ সুজন আলী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ।
আগামী এক(০১) বছর নির্বাচিত সদস্যরা সংগঠনটির নেতৃত্ব দিবেন ।
উল্লেখ জাককানইবি প্রেসক্লাব ২০১৯ সালে কিছু সাহসী তরুণদের নিয়ে যাত্রা শুরু করে । “ঐক্যে মোরা সত্যের পথে” এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা।
Leave a Reply