গত ১০ মে গুলশান কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি (GCCDS) এর আয়োজনে সারা বাংলাদেশের ৬০ টি দলের অংশগ্রহণে আয়োজন করা হয় দেশের অন্যতম বৃহৎ অনলাইন সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
যেখানে অংশগ্রহণ করে পাবনা ডিবেট সোসাইটি-পিডিএস এর সদস্য সানজানা আফরিন ঐশী, আব ঈ জান্নাত এবং আলী ইমাম।
প্রথম দিন ৩ রাউন্ড ডিবেটের পর তারা টপ ২৪ দলের মধ্যে তারা ১১তম স্থান অর্জন করে। পরবর্তীতে ক্লোজিং রাউন্ড গুলোতে তারা প্রি অক্টো ফাইনাল, অক্টো ফাইনাল এবং কোয়াটার ফাইনালে জয়ী হয়ে সেমি-ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পিডিএস দল বিভিন্ন রাউন্ডে একাধারে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ঐক্য ডিবেট ক্লাব সহ দেশসেরা বিভিন্ন ক্লাব গুলোকে পরাজিত করে।
মফস্বল পেড়িয়ে জাতীয় বিতর্ক অঙ্গনে পাবনা জেলাকে এগিয়ে নিতে পাবনা ডিবেট সোসাইটি তার কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানিয়েছে।
Leave a Reply