বরিশালের উজিরপুরে জাল সনদ দিয়ে স্কুলে শিক্ষক পদে চাকরি নেওয়ায় সুরাইয়া ইসলাম বীনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। মামলায় অভিযুক্ত শিক্ষিকা সুরাইয়া ইসলাম বীনা একই সঙ্গে উজিরপুর পৌর সভার সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর।
ওসি জিয়াউল আহসান বলেন, স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সুরাইয়া ইসলামের জাল জালিয়াতির ঘটনা ধরা পড়লে ১৩ নভেম্বর শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুসারে ১৭ নভেম্বর মঙ্গলবার মামলা দায়ের করেন প্রধান শিক্ষক।
Leave a Reply