1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

জি বাংলার ধারাবাহিক ‘ফিরকি’তৃতীয় লিঙ্গের চরিত্র থাকার কারণেই বন্ধ হচ্ছে

বিনোদন ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
'ফিরকি' ধারাবাহিকের কয়েকজন অভিনয় শিল্পী

তৃতীয় লিঙ্গের কয়েকটি চরিত্রকে কেন্দ্র করে ‘ফিরকি’ নামে যে ধারাবাহিকটি চলছে প্রায় এক বছর ধরে, সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ভারতীয় চ্যানেল জি বাংলা।

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এর আগে কোনও বাংলা ধারাবাহিক হয়নি।

ওই ধারাবাহিকে কাজ করছেন এমন কলাকুশলীরা বলছেন যে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাহিনী থেকে দর্শক মুখ ঘুরিয়ে নিচ্ছেন – এই কারণ দেখিয়েই সিরিয়ালটি বন্ধ করে দিচ্ছে জি বাংলা। যদিও চ্যানেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ধারাবাহিকের কাহিনীটি শেষ হয়ে গেছে বলেই বন্ধ করা হচ্ছে।

জি গোষ্ঠীর চ্যানেলগুলির ক্লাস্টার বিজনেস হেড সম্রাট ঘোষ বিবিসিকে জানিয়েছেন, “এ ধরণের একটি ধারাবাহিক আনতে পেরে আমরা গর্বিত ঠিকই, কিন্তু কাহিনীর যাত্রাপথ শেষ হয়ে গেছে। সেজন্যই বন্ধ করে দেওয়া হচ্ছে।”

কিন্তু ফিরকি ধারাবাহিকের কলাকুশলীরা বলছেন যে আসল কারণটা অন্য।

তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলেই নাকি ছোট শহর বা মফস্বলের মানুষ অন্য চ্যানেলে চলে যাচ্ছেন, ফলে টিআরপি কমছে। আর সেজন্যই এই ধারাবাহিক বন্ধ করা হচ্ছে বলে বিবিসিকে জানাচ্ছিলেন এটিতে অভিনয় করা তৃতীয় লিঙ্গের এক অভিনেত্রী সুজি ভৌমিক।

তার কথায়, “আমি সরাসরি প্রোডিউসারের কাছ থেকে জেনেছি যে সিরিয়ালে যখনই আমাদের গল্প আসছে, যখন আমাদের তৃতীয় লিঙ্গের চরিত্রগুলো দেখানো হচ্ছে, তখনই নাকি দর্শক অন্য চ্যানেলে চলে যাচ্ছে। এটা চ্যানেল কর্তৃপক্ষ বলছেন।

তারা তো ব্যবসা করতে এসেছে, টিআরপি কমলে তারা সিরিয়ালটা আর চালাবে কেন! আমাদের দুর্ভাগ্য যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে।”

প্রযোজনা সংস্থা অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের সানি ঘোষ রায় অবশ্য বলছেন, “সিরিয়ালটার যা টিআরপি আসছিল, হয়তো চ্যানেল আরও বেশী আশা করছিল। প্রত্যেক চ্যানেলের তো নিজস্ব কিছু মানদন্ড আছে কোনটা জনপ্রিয় হচ্ছে, সেটা মাপার। সেই মাপকাঠিতে হয়তো পৌঁছনো যাচ্ছিল না।

তবে তৃতীয় লিঙ্গের কিছু চরিত্র আছে, তাই মানুষ চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে বলেই বন্ধ হয়ে যাচ্ছে বলে যা বলা হচ্ছে, তা সঠিক নয়।”

ধারাবাহিকটির পরিচালক সৌমেন হালদার বলেন, তার কাছেও সঠিক তথ্য নেই যে কেন বন্ধ হয়ে যাচ্ছে ‘ফিরকি’।

“প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতেই হবে, তারাই হয়তো অনেক ভাল বোঝেন ব্যাপারাটা। হয়তো আমরাই ভাল করতে পারছিলাম না। সেজন্যই বন্ধ হয়ে যাচ্ছে।”

মি. হালদার আরও বলেন, “আমি কিন্তু অনেক দর্শকের কাছ থেকে নিয়মিত বার্তা পাচ্ছি, তারা জানতে চাইছেন কেন ধারাবাহিকটি বন্ধ হচ্ছে – ‘আমরা তো দেখছিলাম সিরিয়ালটা’।

ভারতে আইন করে তৃতীয় লিঙ্গ এবং রূপান্তরকামীদের মর্যাদা দেওয়া হয়েছে, আইনি অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যদি তৃতীয় লিঙ্গের কয়েকটি চরিত্র থাকলে সেই ধারাবাহিক থেকে মুখ ঘুরিয়ে নেন, তার অর্থ কী এটাই যে আইনি স্বীকৃতি পেলেও তৃতীয় লিঙ্গ এখনও সামাজিক স্বীকৃতি পায়নি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১২:২০
  • ৪:৩৩
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৬:২১