বাংলাদেশের ৫৪১ রানের পাল্টা জবাব ভালোভাবেই দিচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাদের ওপেনিং জুটির স্থায়িত্ব হয়েছে ৩৯ ওভার। দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে গড়েছেন ১১৪ রানের জুটি। অবশেষে মেহেদি হাসান মিরাজের বলে থিরিমান্নে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। তার সংগ্রহ ১২৫ বলে ৮ চারে ৫৮ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকরা এখনও বাংলাদেশের চেয়ে ৪২৭ রান পিছিয়ে।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রায় আড়াই দিন ব্যাটিং করেছে বাংলাদেশ। অবশেষে আজ ম্যাচের তৃতীয় দিন সকালে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। যদিও উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। পাল্লেকেলের উইকেট যেন ব্যাটিং স্বর্গ।
Leave a Reply