আজ সকাল থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল ভোটের পূর্বাভাস আসতে শুরু করেছে। শুরুতে পরিষ্কার ব্যবধানে ট্রাম্প এগিয়ে থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভালো করায় কমলা দ্রুত এগিয়ে গেছেন।
এপির লাইভ আপডেট মতে, ১৯২ ইলেক্টোরাল ভোট পেতে চলেছেন কমলা। ট্রাম্পের ঝুলিতে জমেছে ২৩০।
তবে দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় জিতে বিশেষ সুবিধা পেয়েছেন ট্রাম্প। এমনটাই বলছেন বিশ্লেষকরা।
২৭০ ইলেক্টোরাল ভোট পেলেই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন কমলা বা ট্রাম্প।
কমলা হ্যারিসঃ
ক্যালিফোর্নিয়া
কলোরাডো
ডেলাওয়্যার
ডিসট্রিক্ট অব কলাম্বিয়া,
ইলিনয়,
মেরিল্যান্ড,
ম্যাসাচুসেটস,
নিউইয়র্ক,
ওরেগন,
রোড আইল্যান্ড,
ভারমন্ট
ডোনাল্ড ট্রাম্পঃ
আলাবামা,
আরকানসাস,
ফ্লোরিডা,
আইডাহো,
ইন্ডিয়ানা,
আইওয়া,
ক্যানসাস,
কেনটাকি,
লুইসিয়ানা,
মিসিসিপি,
মিসৌরি,
মন্টানা,
নর্থ ডাকোটা,
ওহাইও,
ওকলাহোমা,
সাউথ ক্যারোলাইনা,
নর্থ ক্যারোলাইনা
সাউথ ডাকোটা,
টেনেসি,
টেক্সাস,
ইউতাহ,
ওয়েস্ট ভার্জিনিয়া,
ওয়াইওমিং
তবে এখনো ছয় দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ফল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয় সম্পর্কে জানিয়েছে এপি।
Leave a Reply