ড. মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুরুজ, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সামিউল হাসান রনি, হুমায়ূন কবীর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মহিউদ্দিন সুমন, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন প্রমূখ।
২০১৬ সালে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৯ নভেম্বর আদালতের রায়ে গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। ২৬০ জন শিক্ষার্থী ও ২২জন শিক্ষক-কর্মচারীর কথা বিবেচনা করে পুনরায় বিদ্যালয়টি চালুর দাবি জানান বক্তারা।
Leave a Reply