ডিম আগে না মূরগী হাগে,,,
বিশ্বে এক ধাঁধা প্রকাশ করতে বহু বছর ধরে চলছে।
গবেষণা করে দেখা যাচ্ছে,
প্রশ্ন ছিল ঃ ডিম হাগে না মুরগী হাগে।
এটাকে বানচনো হয়েছে ডিম আগে না মুরগী আগে।
মূলত হাগে আর আগে শব্দের অর্থ হলো পায়খানা বা বিষ্টা।
মুরগির বিস্টা হচ্ছে এক ধরনের হাগা বা আগা বলে বহু দেশে। এই হাগে বা আগে শব্দ দিয়ে ধাঁধা ছিলো।
এখন মূল প্রশ্ন রেখে আসল ধাঁধায় পরিনত হয়েছে।
কৌতুহল কথাটি সবার মূখে। উত্তর দিতেই বহু বছর লেগেছে।
সাংবাদিক জাকির সিকদার বলেন, ডিম আগে। মুরগী হাগে। এখানে মূল প্রশ্ন নিয়ে বাকবিতণ্ডা।
যদি আগে শব্দটিকে হাগে পেচিয়ে বলা হয়ে থাকে তবে মুরগী হাগে।
আর যদি পৃথিবীতে কে আগে এসেছে তবে উত্তর ডিমাই আগে এসেছে। কোন কিছু সৃষ্টির পরিচয় মাছের মত তৈরি হতে পানিতে আগে ডিম আসছে। তাই অলৌকিক গত সব কিছু আল্লাহর উপর বিশ্বাস করে মানতে হবে।
আমেরিকায় একটি গবেষণায় জানা গেছে, মুরগির ডিম থেকে বাচ্চা হয়েছে তাই ডিম আগে। ডিম পৃথিবীতে এসেছে আগে।
এনপিআর নামে এক মার্কিন ওয়েবসাইট জানিয়েছে, বহু পুরনো এই ধাঁধার উত্তর। আর সেটা অনেকদিন ধরে চলা গবেষণার ফসল। মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ এই নিয়ে রীতিমতো গবেষণা করেছেন কয়েক বছর ধরে।
ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, কয়েকশো’ বছর আগে পৃথিবীতে মুরগির মতো দেখতে বড় পাখি ছিল। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। কিন্তু সেটি মুরগি ছিল না।
বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের ‘প্রোটো-চিকেন’। সেই পাখি একটি ডিম পেড়েছিল। ওই ডিমে মুরগির পুরুষসঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। তারপর আরও কিছু পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা।
Leave a Reply