তারিখঃ ১৮/০৯/২০২২ ইং
বরাবর
সম্পাদক/ বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক
এসাইনমেন্ট এডিটর/ গণমাধ্যমকর্মী
বিষয়: ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উপর আয়োজিত সংবাদ সম্মেলনে আমন্ত্রণ
প্রিয় সাংবাদিক,
ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত দেশ গড়ার নির্দেশনার প্রতি যথাযথ সংবেদনশীলতা প্রদর্শনপূর্বক ‘‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” অধিকতর সংশোধনের জন্য একটি খসড়া প্রস্তুত করেছে। উক্ত খসড়াটি যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক জাতীয় সংসদের মাধ্যমে পাসের অপেক্ষায় রয়েছে।
এমতাবস্থায়, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন আগামী ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল (২য় তলা)-এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
উক্ত সংবাদ সম্মেলনে আপনি/আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
—
Rezaur Rahman Rizvi
Media Manager
(Tobacco Control Project)
Dhaka Ahsania Mission
A House 152/KA, PC Culture Housing Society,
Shyamoli, Dhaka -1207, Bangladesh
M
01819012293
E
info@rizvibd.com
W
www.amic.org.bd
ফাস্টবিডিনিউজ’র কর্মরত রিপোর্টাররা অংশগ্রহন করতে পারবেন।(সীমিত)
Leave a Reply