ভুয়া সনদ দাখিল করে উচ্চ গ্রেডে বেতন উত্তোলনসহ নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি করে বছরের পর বছর চাকরি করার বহু ঘটনা রয়েছে।প্রসঙ্গত, গফরগাঁওয়ে মাদরাসা কেন্দ্রীক ‘আব্দুল্লাহ সিন্ডিকেট’ নামে একটি জালিয়াতি চক্র রয়েছে। এই চক্রের কাজই হলো ভুয়া সনদ, ভুয়া নিবন্ধন সনদ তৈরি করে জাল জালিয়াতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়া। এই চক্রের কারিশমায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শ ভুয়া সনদ ও ভুয়া নিবন্ধনধারী শিক্ষক চাকরি করছেন বলে আলোচনা-সমালোচনা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম বলেন, আমার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ছক অনুযায়ী তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছি। কিছু শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রেরণে গরিমসি করায় তাদেরকে বারবার তাগাদা দিয়ে তথ্য প্রেরণ করিয়েছি। প্রেরণকৃত তথ্য যাচাই বাছাই করবে এনটিআরসি কর্তৃপক্ষ।
ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেউ যদি তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য প্রেরণ করেন এবং তা প্রমাণিত হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।
Leave a Reply