দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিবাদ কর্মসূচি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক মোর্চার শুক্রবার এ ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজের আশপাশ টিলাগড় এলাকা দুর্বৃত্তদের আখড়া।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশ শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। কর্মসূচিতে উদীচী, সাংস্কৃতিক ইউনিয়ন, একদল ফিনিক্স নিজেদের প্রতিবাদী পরিবেশনা উপস্থাপন করে। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ মিনারের সম্মুখের রাস্তা অবরোধ করে রাখে।
সমাবেশে আয়োজকদের পক্ষে নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও এই মোর্চার অন্যতম সংগঠক দেবাশীষ দেবু বক্তব্য রাখেন।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার আরশ আলি, সাংষ্কৃতিক সংগঠক এনায়েত হোসেন মানিক।
বক্তারা বলেন, নারী নির্যাতন, খুন, ধর্ষণের মতো অপরাধ আমাদের সমাজে চিরকালই ছিল। কিন্তু একই ধরনের অপরাধ যখন বেপরোয়াভাবে ঘটতে থাকে, তখন বুঝতে হবে ওইসব অপরাধ ঘটানোর অনুকূল অবস্থা সমাজে বিরাজ করছে।
বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত কমিটি যাদের দোষী সাব্যস্ত করেছিল, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। ফলে সিলেটে এমসি কলেজের আশপাশ টিলাগড় এলাকা দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়। ফলে এমসি কলেজের মতো প্রতিষ্ঠানে ছাত্রী নিগ্রহের অসংখ্য ঘটনা ঘটেছে।
Leave a Reply