বুধবার সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় আমজাদ মিয়ার ভাড়াটিয়া বাড়িতেদুই বোন দোলনা খেলতে গিয়ে রোমানা খাতুন (৯) নামে এক বোন গলায় ফাঁস লেগে মারা গেছে। নিহত রোমানা খাতুন রংপুর জেলার গঙ্গারচরা থানার নগরবান গ্রামের উমেদ আলী ও পারভীন দম্পতির শিশুকন্যা।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, স্বামীকে গ্রামের বাড়ি রেখে দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে পারভীন ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় আমজাদ মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে গার্মেন্টে কাজ করেন। বুধবার সকালে দুই শিশুকন্যাকে বাসায় রেখে গার্মেন্টে যান পারভীন।
বিকালে তাদের বাসায় ঘরের আড়ার সঙ্গে কাপড় বেঁধে দোলনা খেলতে দেখেছেন পার্শ্ববর্তীরা। সন্ধ্যায় দোলনা খেলার সময় গলায় ফাঁস লেগে সঙ্গে সঙ্গেই মারা যায় রোমানা খাতুন।
Leave a Reply