বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা মুক্তিযুদ্ধের জন্য প্রেরণাদায়ক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে নজরুলের জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রণাঙ্গনের যোদ্ধারা তার সৃষ্টিতে উজ্জীবিত হতেন। যা আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।
সেতুমন্ত্রী আরও বলেন, নজরুল একাধারে প্রেম, দ্রোহ ও মানবিকতার কবি। তার সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমরা অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
জাতীয় কবির জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানা স্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও এ সময় শ্রদ্ধা জানায়।
Leave a Reply