নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।
৩৬ বছর বয়স হয়ে গেলেও এখনও সমান তারুণ্য ধরে রেখেছেন কঠোর পরিশ্রম করে।
লাল-সবুজের জার্সি গায়ে আবারও মাঠ কাঁপাতে বদ্ধপরিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়া এই ক্রিকেটার।
সেই পরিকল্পনাকে সামনে রেখে নিজেকে আমুল বদলে ফেলেছেন। ওজম কমিয়েছেন। ফিটনেস টেস্টেও নিজেকে প্রমাণ করেছেন।
আশরাফুল আজ তার এসব কঠোর পরিশ্রমের পুরস্কার পেলেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেয়েছেন তিনি।
ডি ক্যাটাগরিতে ঠাঁই পেলেও তাকে সম্মান জানিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
৪ লাখ টাকা পারিশ্রমিকে ৬ষ্ঠ ডাকেই আশরাফুলকে দলভূক্ত করে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
এবার মাঠে নিজেকে প্রমাণের পালা। আত্মবিশ্বাসী আশরাফুল নিজেও।
তিনি বলেছেন, আমি খুবই আত্মবিশ্বাসী। নতুন করে আবার শুরু করতে চাই। ফিটনেস ও স্কিলে যে পর্যায়ে এসেছি তাতে অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগোতে চাই। আমার স্কিলও আগের চেয়ে ভালো হয়েছে। করোনাকালীন সময়ে আমি বাসার সামনে স্কিল ট্রেনিং করেছি। ঢাকার যেকোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। ফিটনেস টেস্টে ১১.৪ স্কোর হয়েছে।
৭ বছর পার হলো জাতীয় দলের বাইরে আশরাফুল। তবে নিষেদ্ধাজ্ঞা থেকে ফিরে ফিরে ঘরোয়া ক্রিকেটের সব ধরণের আসরে চমৎকার পারফরম্যান্স করে প্রমাণ দিয়েছেন যে, তিনি ফুরিয়ে যাননি। টানা তিন সেঞ্চুরির রেকর্ডও গড়েন ঘরোয়া ক্রিকেটে।
আশরাফুল আবার স্বপ্ন দেখছেন জাতীয় দলের ফেরার।
মিনিস্টার গ্রুপ রাজশাহীতে আশরাফুল যাদের সতীর্থ হিসেবে পাচ্ছেন – মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান,ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।
Leave a Reply