নাটোর প্রতিনিধি:নাটোর শহরে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার ৭৬ শতাংশ বেড়ে দাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নাটোরে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৬ জন আক্রান্ত হয়েছে। যা নাটোর জেলায় সংক্রমণের হার ৫১.৫০ শতাংশ। শহর এলাকায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এতে করে নাটোর শহর এলাকায় সংক্রমণের হার ৭৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৫০২ জন। এনিয়ে জেলায় মোট করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সকাল থেকেই শহরের গুরুত্বপুর্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।
Leave a Reply