নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাই আনসার আলীর হাতে বড় ভাই জান আলী (৬৫) খুন হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আটটিকা গ্ৰামে ওই ঘটনাটি ঘটে। নিহত জান আলী একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, পারিবারিক সম্পত্তির নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে ছোট ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় বড় ভাই জান আলীর। এ সময় ছোট ভাইয়ের সাথে তার ছেলেরা মিলে জান আলী কে মারপিট করলে গুরুতর জখম হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জান আলীর ছোট ভাই অানসার অালী এবং তার তিন ছেলেসহ চারজনকে আটক করেছে।
উল্লেখ্য এই ঘটনায় চারজন মোঃ আনসার আলী (৫২) পিতা- মৃত মফিজ, মোঃ মতিউর রহমান (৩০), মোঃ আশিক (১৫), মোঃ মামুন (১৮) উভয় পিতা- আনসার) আসামী কে লালপুর থানা পুলিশ আটক করেছে।
Leave a Reply