নাটোর প্রতিনিধি:নাটোরে রাষ্ট্র বিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৭জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযাকালে একটি বাড়ীতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করে।
আটককৃত হলেন, নাটোর জেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইয়াহিয়া(২০), নাটোরর জেলারর ছাত্রশিবিরের সদস্য আল আমিন (২১), ফারুক হোসেন (৪৫), বেলাল হোসেন (১৯), মিজানুর রহমান (২৫), মোঃ জাহিদুল ইসলাম (২৮), সাব্বির হোসেন (১৯), মোঃ আশরাফুল ইসলাম (২০), রাসেল আহমেদ (২২), আমির হামজা (২১) তোয়বুর রহমান (৩৮), মিজানুর রহমান (২১), মেহেদী হাসান (১৬), মোস্তফা আলী (২০), মোঃ রোমমান ইবনে আমিরুল (২২), মোঃ লিটন আলী (২১) এবং মোহসীন আলী (২০)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত ও রাষ্ট্রের ক্ষতিসাধন করতে পারে এই অভিযোগে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Leave a Reply