নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উত্তরা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫)নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় দিকে উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশনের উত্তরে সিমলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই অজ্ঞাত নারীর কোনো পরিচয় এখনো জানা যায়নি।
এলাকাবাসী জানায়, উপজেলার মাধনগর এলাকায় বেশ কিছুদিন ধরে ওই মহিলা ঘোরাফেরা করছিলেন। রোববার সন্ধ্যায় দিকে মাধনগর-বীরকুৎসার মাঝামাঝি স্থানে পারবর্তীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার সদরে নেওয়ার সময় পথেই মারা যায়। ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক প্রতিবন্ধী।মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার সাহেদ জামান বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
Leave a Reply