নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে মুজদার (২৮) নামে এক চা দোকানদার আত্মহত্যা করেছে। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত মুজদার রহমান উপজেলার আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে।
জানা যায়, রোববার রাতে লালপুর বাজারে মুজদার তার নিজস্ব চা দোকানের আড়ের সাথে পর্দা বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নৈশ প্রহরীরা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত মুজদারের পিতা সাজদার রহমান জানান, আমার ছেলে স্ত্রী সহ উপজেলার নবীনগর গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকে। রোববার দুপুরে স্ত্রীর সাথে তার গন্ডগোল হয়, রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, পারিবারিক কলহের বিষয়টি শুনেছি। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply