নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোঃ আমির হোসেন (৭০) ও আলেকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজমুল হক জানান, বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে ও ছেলের বউ চাকরির জন্য গাজীপুরে বসবাস করেন।
বাড়িতে ওই বৃদ্ধ দম্পতি ছাড়া কেউ থাকতেন না। বাড়িতে পালা গরু পাহারা দেওয়ার উদ্দেশে তারা ঘরের বারান্দায় কাঠের চৌকিতে ঘুমাতেন।
শনিবার সকালে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করলে কোনো সাড়া পান না। পরে বাড়িতে প্রবেশ করে রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত অবস্থায় ওই কাঠের চৌকিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতদের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কি উদ্দেশে, কখন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পরে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply