নাটোর প্রতিনিধি:নাটোরে স্বেচ্ছাসেবক লীগের পৌর সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তর এর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার দুপুর ১২ টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, নাফিউল ইসলাম অন্তরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তার এই মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে আটক করে। সংবাদ সম্মেলনে তারা আরো দাবি করেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্ত করে দেয়ার। সংবাদ সম্মেলনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আটক করে পুলিশ।
Leave a Reply