নাটোর প্রতিনিধি:নাটোরে জেলার সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট চালু করা হয়েছে। মঙ্গলবার সিলিন্ডারের মাধ্যমে ৩০টি বেডে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় জানান, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় সিলিন্ডারের মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসা সেবা জোনের ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি ন্যাশনাল ইলেক্ট মেডিকেল ইউনিটের মাধ্যমে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৪৮ ধারণ ক্ষমতার অক্সিজেন আউটলেট ও ভ্যাকুয়াম আউটলেট, ৩৬ ধারণ ক্ষমতার এয়ার আউটলেট ও ছয়টি নাইট্রাস আউটলেট বিশিষ্ট অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হলে দেড়শ’ বেডে উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অক্সিজেনের প্রবাহ থাকা প্রয়োজন। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ রোগ প্রতিরোধে সকল জনগোষ্ঠিকে টিকাদান কর্মসূচীর আওতায় আনা এবং আক্রান্তদের কার্যকরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস , উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply