ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সোনিয়া আক্তার সুমি, সে উপজেলার চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের দায়িত্বরত মহিলা মেম্বার ছিলেন। তিনি চর কামাটখালী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার বিকালে উপজেলার নান্দাইল চৌরাস্তা ও মুধুপুর বালিপাড়া আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকালে ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় মুধুপুর বালিপাড়া আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিত অটোরিকসায় উঠার সময় পিছন থেক সিএনজি চালিত অটোরিকসা চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে নান্দাইল চৌরাস্তা মৎস্য আড়ৎ সংলগ্ন ইট বোঝাই ট্রলির চাপায় অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মহিলা ইউপি সদস্য সোনিয়া আক্তার সুমির মরদেহ তার বাড়িতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বৃদ্ধের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply