আজ সোমবার সকাল ছয়টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে
পছন্দের মেয়েকে বশে আনতে নেওয়া তাবিজে কাজ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নারী কবিরাজকে এক তরুণ কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
অভিযুক্ত তরুণ হলেন মোহাম্মদ এহেছান (২২)।তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম (৪২)। তিনি স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদের স্ত্রী। তিনি ঝাড়ফুঁকের কাজ করতেন। আহত তিনজন হলেন ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২), আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও রাবেয়ার মেয়ে বৃষ্টি (১০)।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত এহেছানকে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply