ময়মনসিংহের ত্রিশালে কান্নাকাটি বেলুনের জন্য করায় মাজহার (৬) নামে শিশু সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে মা মাহমুদা। এ ঘটনায় মাহমুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাজহার উপজেলার বালিয়ারপাড় গ্রামের রাজিবুলের ছেলে।
স্থানীয়রা জানায়, রাজিবুল দুই বিয়ে করেছেন। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই মাঝে দুপুরে বাড়ির পাশে ফেরিওয়ালা আসলে মাজহার বেলুন দেখে কিনে দেয়ার জন্য আবদার করে মা মাহমুদার কাছে। বেলুন কিনে না দেয়ায় শিশু ছেলে কান্নাকাটি শুরু করে। এ সময় মাহমুদা শিশুছেলেকে গলাটিপে ধরলে কিছুক্ষণের মধ্যেই মাজহার মারা যায়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় জড়িত মা মাহমুদাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা মাহমুদাকে গ্রেফতার করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply