পত্নীতলা(নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, প্রকৌশলী সৈকত দাস, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
আরও উপস্থিত ছিলেন, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুলকালাম আজাদ (আরুন) উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রম‚খ।
রবিউল ইসলাম সবুজ।
Leave a Reply